Friday, January 31, 2014

RISHI026@GMAIL.COM

আমি সেই ছেলে
............... ঋষি

সেই ছেলেটা যাকে তুমি চাও নি কোনদিন
বাসের জানলায়, ট্রামের রাস্তায় যে দাঁড়িয়েছে
শুধু তোমায় ভেবে ।
তোমায় একবার দেখবে বলে
রৌদ্রে পূড়েছে ঘণ্টার পর ঘণ্টা ।
শুধু তোমার জন্য তোমার স্বপ্নে বাঁচতে চেয়েছে
তাকে তুমি চাও নি কোনদিন ।

আসলে সেদিনের শীতের স্পর্শ তোমায় জড়ায় নি
জড়ায়  নি তোমায় পৃথিবীর আলোর আসল মানে ।
তুমি বোঝো নি প্রেম কেমন হয়
তাকে মাখে না জড়িয়ে রাখে ।
একগোছা রজনীগন্ধার গন্ধে তখন মাতোয়ারা তুমি
বোধ হয় তুমি তখন ষোলো
আর আমি উনিশ ।

বৃষ্টির দিনে ছাতা নেই সাথে
আমি সেই ছেলে সেদিন ভিজতে দেই নি তোমায় ।
কিন্তু তুমি বোঝো নি তার মানে
আসলে তুমি ভিজতে চেয়েছিলে মায়াবী স্বপ্নে ।
তুমি ভিজলে আর আমাকেও ভেজালে
কিন্তু  আজ তবে কেন এলে বুঝতে
নতুন করে প্রেমের মানে  ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...