Sunday, November 1, 2015

ছাদের রেলিঙে

ছাদের রেলিঙে
...................... ঋষি
========================================
বিন্দু থেকে বিন্দুতে
ঘেমে যাওয়া সময়ের বাতাসে বিস্ফোরণ।
তোর কাঁপতে থাকা ঠোঁটের শহরে
নিকোটিনের স্বাদ।
আমার শহর ঘুমোচ্ছে কোথাও দুরে
তোর  পায়ের উপর মাথা রেখে একটা জীবন।

সময়ের কথা বলি না কখনো
পাঁচতলার ছাদের  রেলিঙে হেঁটেছি  চাঁদের  গায়ে পা।
জ্যোত্স্নার চাদরে সদ্য আসা শীতের অনুভবে
তোর বুকের ওমের ফারেনহাইটে শহর।
জড়িয়ে ধরেছি ,আরো গভীরে
বাইরে তখন আমার শহর  ঘুমিয়ে আছে পাখির নীড়ে
শব্দগুলো শোনা যায়
আকাশের দিকে তাকিয়ে তোর আদুরে ঠোঁট
ঠোঁট ঘষে কোনো এক মুহুর্তের কবিতায়

বিন্দু থেকে বিন্দু সরে
আমি নেমে যাচ্ছি উপর থেকে নিচের দিকে।
দু হাতে জড়িয়ে ধরেছি জীবন
পাখির মতন ভাসতে ভাসতে অন্য পৃথিবীতে।
শহর তখন ঘুমোচ্ছে পাখির নীড়ে
পাখির মতন আমিও তখন ছাদের রেলিঙে।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...