Sunday, November 1, 2015

সময়ের প্রয়োজন

সময়ের প্রয়োজন
................ ঋষি
===========================================

এমন করে সভ্যতা লিখতে নেই
আমার কলমে উঠে আসে নগ্নতা।
নিমজ্জিত কোনো সময়ের দরজায় চাবি তালা তুলে রেখে
কোনো গভীরতায় আমার সময় ,আমার প্রেম ,আমার স্পন্দন।
বিন্দু ,বিন্দু রক্ত ফোঁটা সাদা পাতায় ,
রাত জাগা চোখ।

আমি সময়কে নগ্ন দেখি
দেখি সমস্ত দেশ ,রাষ্ট্র ,বিবেক সময়ের পাতায় উলঙ্গ।
আমি প্রেমকে নগ্ন দেখি
প্রেমিকার বুকের গন্ধে আমি খুঁজে পাই জীবনের তরঙ্গ।
আমি সম্পর্ককে নগ্ন দেখি
দেখি জীবন থেকে পাওয়া বেদনাদের খাঁচায় অচিন পাখি।
প্রশ্ন করি নিজেকে
আমি কি জীবিত।
আমি কি সভ্য
আমি কি এলিয়ন কোনো
উত্তর দেয় আমার হৃদয় আমি নগ্ন।

এমন করে সভ্যতা লিখতে নেই
সত্যি বলতে নেই শরীরের ঘামের মতন সাজানো দোকানে।
সর্বত্র বাজতে থাকা দুন্দুভি আমার কানে
সময় নাচছে।
মহাকাল আমার মতন বুকের আস্ফালনে
 আমি শুনছি, শুনতে পাচ্ছি  সময়ের প্রয়োজন।  

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...