Thursday, December 10, 2015

শীতের রোদ

শীতের রোদ
............... ঋষি
==============================================
গতবারের রোদ আমাকে বিব্রত করছে
হাত বাড়িয়ে শীত ধরতে চাইছি,
শীতের রোদ।
ভিজে পরা সময়ের চিবুকে ঠোঁট রেখে সর্ষের তেল
খুব মিস করছি ,
শীত কবে আসবে বলতে পারেন।

মাংসের ধারালো টুকরো
একটুকরো ছোটো জমির উপর পা দিয়ে উঠে দাঁড়ায়।
মইয়ের পর মই পার হয়ে
ক্রমশ চেন্জ ওয়েদার রিপোর্ট খুলে বসি।
আরে বাবা কিছু তো কারণ আছে
যদি আরো ভালো কিছু করে শীত আনা যায়।
বাসায় এ সি আছে জানেন
সংসারের একটা শীত শীত ভাব।
তবু একটা গোটা শীত ধরতে চাই
শীতের রোদ।

গতবারের সোয়েটারটা কবার্ডের ভিতর আজকাল কাঁদছে
বহুদিন জড়িয়ে ধরে নি আমাকে।
আসলে কি জানেন প্রকৃতির একটা স্পর্শ থাকে
যেমন স্পর্শ থাকে পরিবর্তনের।
তবে শীতের রোদ
না এর কিছুতেই পরিবর্তন সম্ভব নয়। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...