অস্তিত্ব ও স্মৃতি
... ঋষি
অস্তিত্ব আছে বলেই যে
সস্তির অক্সিজেন নেয় এই শহরের বেঁচে থাকা
এমন নয়,
বৃষ্টি হয় বলেই কান্নার শব্দ পাওয়া যায় না
এমন নয়
এই শহরে আজও কাদা জমে উধাও অস্তিত্বে।
.
দরজায় শব্দ করে
কেউ ফিরে যায় আলিবাবার গল্পে
কিসের খোঁজ,
প্রথম আলো আসা সলালের টেবিলের উপর
খোলা চিঠি
ভালো আছি লেখা আছে আনমনা একলা পাতায়।
.
শুধুমাত্র রাত্রি আছে বলে সকাল গিয়ে হাত ধরে আলোর সাথে
না এমন নয়
গঙ্গার পাশে পুরনো ধাবায় জ্বলে ওঠে শ্মশানের মুখ
এক মুখ ধোঁয়া ছেড়ে উঠে দাঁড়ায় মৃতদেহ
জীবনের কত কাছে আমরা
অথচ ভুল।
বিস্মৃতি আছে বলেই আমরা ছুটে চলে আসি স্মৃতির কাছে
যেখানে মুহুর্তরা জাবনা কাটে,
চারদেওয়াল জুতোর তাক, সিঁড়ি উঠে যায় ক্যালেন্ডারের পাতায়
ব্যাতিক্রম শব্দটা আছে বলে আমি আছি
এমন নয়,
বয়স বাড়ে, দুচারটে একলা ভাবনায় পাক ধরে
স্মৃতিরা হামাগুড়ি দিয়ে লুকিয়ে পড়ে একলা ভাবনায়।
No comments:
Post a Comment