Thursday, April 8, 2021

সময়টা ঠিক ভালো চলছে না

 সময়টা ঠিক ভালো চলছে না 

... ঋষি 

.

আজকাল অন্ধকার আরও গভীর হয় 

কেবল কোনো দূরত্বে যদি করনায় কেউ মারা যায়  

তার গন্ধ আরো গাঢ় হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে।

পায়ের তলায় সকাল থাকে ,কিংবা সন্ধ্যে 

সেই গন্ধ পিছু ছাড়ে না 

পায়ের গতি বাড়িয়ে দিলেও তাড়া করে মানুষকে ভয়ার্ত রূপে। 

.

কি করবেন ?

কমতে থাকা পেনশনের টাকা ,বাড়তে থাকা সময়ের মূল্য 

সাদা ভাত ,বিছানার তুলো আর ইট বালি ,

কাহাবাত শোনা 

জো জিতা ওহি সিকান্দার 

ওর হার জানে বালেকো সাধারণ মানুষ বলে। 

.

এই শহরে আলোর নেহাত কিছু কম নয় প্রতিটা ফুটপাথে 

তবুও সেই রিমেকি আলোর তীব্রতা ছাড়িয়ে যায় না সাধারণ জীবন ,

অথচ মানুষ ভীষণ বোকা 

সেই গলিগুলো , যেখান  ঢুকলে খোলা নর্দমার গন্ধ পাওয়া যায় 

শোনা যায় খিদের পৃথিবীর মহাসিন্ধু 

সেখানেও আপনার সাথে পরিচয় হবে একটা ভারতবর্ষের 

যেখানে গোছানো রাজনৈতিক কথোপকথনে এককাপ ভাঁড়ের চায়ের সহযোগে 

আপনি বলবেন মানুষগুলো কিছুই মানছে না

মুখে মাস্ক নেই ,

কিন্তু বিশ্বাস করলেও আপনি বলবেন না 

মানুষগুলোর পেটে ভাত নেই।  

.

ঠিক এই সময় আপনার চোখে পড়বে 

পাড়ার দুর্বল কোনো দেওয়ালের গায়ে একটা রাজনৈতিক মঞ্চ 

যেখানে হারমোনিয়াম বাজিয়ে গুপী যোগী ভজন গাইছেন 

আর পাশে দাঁড়িয়ে সেই বেআব্রু লিপস্টিক লাগানো ক্ষমতা ,

শাড়ি তুলছে 

আসলে খিদের পৃথিবীতে মানুষগুলো পণ্য। 

আমি জানি আপনিও ভিড়ে যাবেন ওই দলে 

গায়ে আপনার ফুটপাথের ল্যাম্পপোস্টের হলুদ আলো 

আপনি দেখবেন সব 

অথচ অন্ধকারের অজুহাতে আপনি জোরে হেঁটে পার করবেন সময়টা ,

কিংবা জোর করেই বলবেন আপনার স্ত্রীকে শোয়ার খাটে 

বুঝলে সময়টা ঠিক ভালো চলছে না। 

    


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...