ছায়াছবি
.. ঋষি
চারিপাশে ছড়ানো খৈ
বিদেহী মৃত্যুর মাঝে একলা দাঁড়িয়ে কেউ ,
আমি সময়
আমি ছায়াছবি
গুঁড়ো গুঁড়ো কাঁচে ছড়ানো সম্বল
মৃত্যু ছুঁয়েও কেউ কয়েকমুহূর্ত জীবিত থাকতে পারে।
.
ঝগড়া হল, কথা কাটাকাটি হল,এলোমেলো ঝড় বইলো
ইতিহাসের কিনারা বেয়ে সম্রাট বদল মুঘল এম্পায়ার
আকাশ মাটি আর খাদ-উপত্যকা বেয়ে
নেমে এলো রক্তপ্রবাহ ।
দেওয়ালের মেরুদন্ডে তোমার বিকিরণ
সাম্রাজ্যের চারটে থামে এখন শুধু দূরত্বের কায়দাকানুন।
.
চারিদিকে ছড়ানো খৈ
লাইনগুলো হারিয়ে গেছে গত হওয়া শরীরের প্রবাহে
কি বলতে চাইছি
দেশলাই কাঠি ,কেরোসিন কিংবা পেট্রল
পুড়ে যাওয়া মুহূর্ত।
চাদরে জানলায় আর দেশলাইয়ের বারুদে লেগে থাকা উন্মাদনা
আগুন জ্বলছে
ছায়াছবি চলছে
গুঁড়ো গুঁড়ো অস্তিত্ব সম্পর্কের দামে নিজস্ব মৃত্যুকাহিনী
না লিখছি না
শুধু আদরের মুহূর্তগুলো ছুঁয়ে হাসছি ,
মরছি রোজ
হয়তো বেঁচে ওঠার লোভটুকু রয়ে গেছে শরীরে।
No comments:
Post a Comment