Wednesday, April 14, 2021

ভালোবাসি যারা বলে

ভালোবাসি যারা বলে
.. ঋষি 
ভালোবাসা হলো একটা গভীর খরস্রোতা নদী 
যার চিরকাল প্রবাহমান 
আমি আকাশের হাতছানিতে সমুদ্রের প্রেমে পড়ি রোজ 
সে তো সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে টিলায়, 
প্রেম বদলাতে পারে বারংবার 
কিন্তু ভালোবাসা বলে খরস্রোতা নদীটা বয়ে যায়। 
.
সত্যি হলো বুকের কেবিনে পুরনো জামানার পুঁথি সব 
পড়াতে থাকে বেঁচে থাকা, 
আমি আকাশের বুকে মাটি ছুঁড়ে তোমায় নগ্ন করি 
ভালোবাসি তাই 
তোমার ব্লাউজের শরীরে আমার আঙুল থেকে যায়। 
.
আকাশ খোলা মাটি 
পুরনো শ্রাবণে ক্ষয়ে চলা সমুদ্র চিনহ
বুকের খরস্রোতা নদী পেড়িয়ে যায় লোকালয় যুগান্তর
সময় ভাবে ষড়যন্ত্র।
ভালোবাসার মাটিতে পোঁতা গাছ, উইঢিপি করা সাজানো সফর 
গাছেতে ফল আসে, সময়ের ঋতুবদলে
ভালোবাসার নরম মাটিতে চেতনা হাঁটে 
আমি বুঝি 
যারা বলে একবার ভালোবাসা যায়, মিথ্যে বলে 
ভালোবাসা যায় বারংবার 
যতক্ষন বুকের মাটির গাছটায় ফল ধরে 
আর শরীরে ধরে ভালোবাসার ক্ষয়। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...