Thursday, April 22, 2021

বিশ্বাস করি তাই


"In love there are two things–  Souls and feelings."

বিশ্বাস করি তাই ...

.

তোমার কালো গভীর  চুলের মতো 

তোমার চোখের কালো হরিণের মতো  

                       একটা কবিতা লিখতে চাই। 

আমি বেঁচে আছি 

আলোয় থেঁতো  করে ছড়িয়ে দিতে চাই এই সভ্যতায় 

                           শুধু তোমাকে পাবো বলে। 

.

তোমার মুখের ছাপ

তোমার  শক্তির  জন্মচিহ্ন,

তোমায় ভালোবাসা,

আসলে আদর্শ রোজনামচায় একটা ডেইলি রুটিন 

দু ফর্মায় বললে 

তুমি আছো ,ভালো আছি তাই। 

.

কোনোদিন আর প্রেম লিখবো না আর 

কোনোদিন প্রেম জড়িয়ে আঁতকে উঠবো না মাঝ রাতে তোমার বিছানায় ,

তোমার শরীরে হাত রেখে ভাববো না 

এই তো সেই  শহরের স্মৃতিচিন্হ কিংবা হারানো শহর। 

প্রশাসনকে বলবো না 

এই শহরে রাস্তা নেই ,এই শহরে ঘর নেই ,এই শহরে বিছানা নেই 

নেই শান্তির ঘুম।  

অথচ সমস্ত না এর  মাঝে একটা সত্য 

আমি বেঁচে 

শুধু তোমায় লিখবো বলে

লিখবো বলে বিপ্লব রক্তের দাগে এই শহরের পাঁজরে । 

.

এই শহরের সিফিলিস আছে 

এই  শহরের ঘামে আজকাল লেগে আছে অচেনা অসুখ 

তবুও আমি বাঁচবো 

          কারণ 

তোমার চোখের কবিতায় ,তোমার ঠোঁটের কবিতায় 

আমি সভ্যতা লিখতে চাই বারংবার 

                              তোমাকে পাবো বলে। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...