Sunday, April 11, 2021

ঠিকানা

ঠিকানা 
... ঋষি 
.
যৌনতা বলতেই মনে পড়ে,
 ক্লিওপেট্রা মুভির এলিজাবেথ টেলোরের চোখটা,
আসলে যৌনতা একটা শব্দ না
মানুষের হৃদয়ের বেসমেন্টে পোঁতা একটা পেরেক 
একটা - 'ল্যুসিড ড্রীম'। 
নিবিড়তম স্বপ্নের ভেতরেও কে যেন কানে কানে বলে দেয়,
 যা ঘটছে আসলে এসব সত্যি নয় কিছুই।
.
আর দুঃখের সময় বলতে 
আমি ভাবি সত্যজিৎ রায়ের অপুর সংসারে শর্মিলার চোখ 
যখন সে অপুকে ছেড়ে বাপের বাড়ি যাচ্ছে 
একটা - " প্যাসিফিক ওসেন "। 
নিবিড়, গভীর জলের ভিতর থেকে কে যেন টেনে নেয় 
একটা শব্দহীন দুনিয়ায়। 
.
আর আনন্দ 
সে তো স্টিফেন স্পিলবার্গের ই টি সেই বাচ্চাটার চোখে 
আবিষ্কারের আনন্দ
একটা " বুম এফেক্ট। 
নিবিড়  ভাবনাদের সাথে হঠাৎ কোন অস্তিত্বের মেলবন্ধন 
খুশির ঝলক মানুষের হাসি। 
.
কত কথাই তো বলার থাকে আমাদের, 
বলা আর হয় না,অস্তিত্বদের সাড়া পাওয়া গেলেও
মনের ঈশারারা একলা থাকে। 
সারাটা রাত জেগে থাকার পরে, আরও একবার ভোর হয়ে আসে
 মনে হয় এই জীবনের যা কিছু অকিঞ্চিৎকর,  যা কিছু মলিন, 
তারাই যেন আমাদের ঠিক পৌঁছে দেবে একদিন ঠিকানায়।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...