Thursday, April 8, 2021

ফুলস্টপ



ফুলস্টপ 

...ঋষি 


শুধু একটা ফুলস্টপ চাই বলেই সেন্টেন্স টু ডেথ 

সেইজন্য গলায় দড়ি ,দশতলার ছাদ থেকে লাফ দেওয়া ,

তবে অদ্ভুত ব্যাপার হলো 

প্রতিটা শব্দ মন্ডলীর পরিবেশনের পর ফুলস্টপ স্বাভাবিক 

তবে কেন গায়ে পরে ,গায়ে টানা

ফুলস্টপ বাঞ্চনীয়

গীতায় লেখা আছে সেই একমাত্র সত্যি। 

.

ধরুন মোদীজিকে সামনে পেলে জর্জ ওয়াশিংটন কি বলতেন ?

জর্জ ওয়াশিংটন কে সামনে পেলে রাক্ষস গুরু শুক্রাচার্য কি বলতেন ?

রাক্ষস গুরু শুক্রাচার্য সামলে পেলে মোঘল সম্রাট শাজাহান কি বলতেন ?

শাজাহানকে সামনে পেলে পেলে চৈতন্যদেৱ কি বলতেন ?

আর চৈতন্যদেবকে সামনে পেলে প্রফেট মোহাম্মদ কি বলতেন ?

কি বলতেন তথাগত ?

 উত্তরগুলো সবাই বোধহয় জানি 

ইতিহাস সাক্ষী ফুলস্টপ শুধু কোনো স্টপ নয় নতুনের শুরু। 

 .

সাধারণ জনগণ আজ সময়ের রথে করে কুরুক্ষেত্রে 

সম্পর্ক শব্দটা ডিকশনারিতে আজকাল মানায় ভালো 

শহর হোক বা গ্রাম 

গ্রাম হোক বা দেশ 

দেশ হোক না মহাদেশ 

মহাদেশ কিংবা পৃথিবী 

সকলের মনে থাকে ফুলস্টপ বাঞ্চনীয় একটা নিয়ম ,

সকলেই চেষ্টা করে এড়িয়ে যাওয়ার 

আর কদিন 

হাওয়ায় হাওয়া 

তারপর স্টপ। অবশ্যি ফুলস্টপ। 

 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...