Saturday, April 24, 2021

রাষ্ট্রকে লেখা মানুষের চিঠি

 

প্রিয় রাষ্ট্র,

.

এটা যুদ্ধক্ষেত্র না ,বিশ্বাস করি না 

প্রতিটা মানুষের জন্য এখানে একটা না একটা যুদ্ধ অপেক্ষা করছে 

করছে বাঁচার দৃষ্টিভঙ্গিতের মৃত্যুর কঙ্কাল। 

রাষ্ট্রের  ছিঁড়ে যাওয়া পতাকা 

শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে পাওয়া অধিকার আপনি মেইল ,কি ফিমেল। 

.

আগ্রাসী একটা আগুনের কুম্ভে জ্বলন্ত লোহার আকৃতি দরকার 

দরকার আকুতি ,

দরকার রাষ্ট্রপিতাদের লোভী মুখগুলোর বদল, 

অশোক স্তম্ভের সিং আজ গদি যুগে আরামপ্রিয় বড়,

গদি বদল করে মানুষ দরকার 

দরকার মানুষের কষ্টের ঘামে আবারো ভিজে রাষ্ট্রপতাকার।  

.

জানি আমার এই চিঠি পৌঁছবে না সঠিক ঠিকানায়  

বরং মানুষ এই চিঠি পড়ে দুঃখ বোধ করবে 

বোধ করবে মেরুদন্ডহীনতা 

বোধ করবে অধিকার অপচয়ের ইতিহাস 

আর রাষ্ট্র 

হয়তো আমাকে শত্রু মনে করবে 

হয়তো শত্রুপক্ষের একটা স্লেজগাড়ীর মতো আমাকে নির্বাসনে পাঠাবে 

 .

একটা  নোনতা হাওয়া দরকার 

দরকার  আবারও কিছু মানুষের বিদ্রোহের 

নিতান্ত সিঁধু ,কানু যদি না হতে পারেন 

তাহলে অপেক্ষা করুন আগামীর  আবহাওয়া দপ্তর খবরের কাছে 

আপনার আগামী  মৃত্যুর কারণ  আপনি নিজে 

তা মেইল ,ফিমেল নির্বিশেষে

জেনে রাখুন 

রাষ্ট্র বদলাতে শুধু মানুষ দরকার ,সময় নয়।

.

ইতি কলম   



No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...