Wednesday, April 14, 2021

সৌজন্যে রবীন্দ্রনাথ



সৌজন্যে রবীন্দ্রনাথ 
... ঋষি 
সৌজন্যে রবীন্দ্রনাথ 
আমি পাঠক, আমার পাথেয় রবি ঠাকুরের আয়নায় ধরা সমাজ, 
গর্ভবতী শব্দরা কবি বুকের জমানো পাথর 
লাবণ্য, হৈমন্তী, মৃণাল, কল্যানী, অনিলা, বিন্দু 
পাথরের প্রতিমা 
সীমাবদ্ধ গন্ডীতে সাজানো সমাজ। 
.
সময়ের খেলনাবাটি 
যুগান্তরে পোস্টমাস্টার  আজও কোথাও যেন রতনের চোখে 
সময়ান্তর 
বদলানো প্রেক্ষাপটে কম, বেশি রতন আজও নারী বক্ষযুগলে
শৈশব খোঁজে 
খোঁজে পুরুষ স্বপ্নের 
.
"মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লহ সহজে "
কে সে সহজ, কি সে সহজ? 
কাদম্বরী, জ্ঞানদানন্দিনী, স্বর্ণকুমারী, সরলা ঘোষাল, ইন্দিরা দেবী
কিংবা মৃণালিনী দেবী, মাধুরীলতা, রেণুকা, মীরাদেবী
কে সে নারী?
আমি পাঠক ঈশ্বরের নারী স্পর্শে 
ক্রমশ জমাট বাঁধা বোধ 
রবিঠাকুরের নারী 
আর
ভালো মন্দ সবটাই বুঝতে চেষ্টা করি 
বুঝি কবি তুমি প্রেমিক কিন্তু নির্ভরশীল নও মোটেও। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...