ভালোবাসা মানে তুমি
... ঋষি
কিছু জিনিস ভাঙবার শব্দ হয় না
কিছু প্রশ্নের উত্তরে লেখা যায় না সত্যি ভালো থাকা,
আমার বুকের পোস্টমার্টেন করে দেখো
এখানে রঙিন রোদ, বরফের পাহাড়, সবুজ দিগন্ত, আমার শৈশব
সব একলা দাঁড়িয়ে অপেক্ষায়?
.
আগেই বলেছি মানুষের ভালো থাকা একটা আর্ট
মিথ্যের পাহাড়,
শুধু বাইরের শরীরটার উপস্থিতি নিয়ে সোনালী রোদ, ছিনিমিনি
কাটাছেঁড়া বাজারি দপ্তরে সকলেই ব্রাত্য
নিজের আয়নায় মুখ লাগিয়ে দেখো
ব্রাত্য এই সময়।
.
উজবুক কিছু প্রান্তর
সতী সেজে সকলেই দাঁড়িয়ে বেশ্যার শাড়িতে আজব দুনিয়ায়,
তবু শাড়ির ভাঁজ
পোশাকি মহব্বত, দুষমন জামানা চিরকাল।
ভালোবাসা মানে শরীর নয়
ভালোবাসা ক্লিভজে উঁকি মারা তোমার স্তন নয়
ভালোবাসা মানে আমি ঈশ্বর চিরকাল
ভালোবাসা মানে আজানের দেওয়ালে চৈতন্য
ভালোবাসা হলো তোমাকে শুনতে চাওয়া
ভালোবাসা হলো তোমার বিশ্বাসে সাত, সমুদ্র পার
ভালোবাসা হলো কাঁটার মুকুট
ভালোবাসা মানে তুমি
আর আমি
লোভী চিরকাল বাঁচতে চাওয়ায়।
No comments:
Post a Comment