Saturday, April 24, 2021

অতৃপ্তি


  

তবুও এই উষ্ণতার  দেশে তেত্রিশ কোটি চিৎকার করে 

তবুও হিমালয়ের অম্তরে হিমবাহ গলে 

রাস্তার পাশে শুয়ে থাকা কুকুর 

নি রা পত্তা। 


তবুও শহরের রাস্তায় প্লাস্টিক মোড়া শীতল শরীর 

ত বু ও ...

.

অতৃপ্তি 

... ঋষি

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...