Wednesday, April 21, 2021

শব্দহীন

  


শব্দহীন 

... ঋষি 


"এত বেশি কথা বলো কেন? চুপ করো

শব্দহীন হও

শষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর

.

লেখো আয়ু লেখো আয়ু। "


.

চিনতে পারেন ভদ্রলোককে 

চিত্তপ্রিয় ঘোষ,

আরে সেই বাংলার অধ্যাপক ,টাকমাথা ভদ্রলোক 

হ্যা তোমার পাড়ায় হতে পারে ,কিংবা আমার পাড়ায় 

আমাদের খুব কাছের ,

 উনি আজ চুপ ,হ্যা উনি আজ শব্দহীন । 

.

ভদ্রলোক কবি ছিলেন 

একমাথা শূন্য ভাবনায় অবিরত লিখে চলতেন চেতনা ,

সময়ের জ্ঞানে 

সময়ের অক্ষরে যার প্রতিটা পাতায় শুধু গন্তব্য সভ্যতার 

উঁকি মারা অহংকার বুকে 

আজ এক বুক স্তব্ধতা। 

.

"তোমার কোনো ধর্ম নেই, শুধু

শিকড় দিয়ে আঁকড়ে ধরা ছাড়া

তোমার কোনো ধর্ম নেই, শুধু

বুকে কুঠার সইতে পারা ছাড়া। "

.

জানি এমন অমোঘ শুধু আসতে পারে কোনো ঈশ্বরের চেতনায় 

জানি এমন ভাবনায় সভ্যতার কুঠারে ত্রিতালের সুর। 

.

"নষ্ট হয়ে যায় প্রভু, নষ্ট হয়ে যায়।

ছিলো, নেই- মাত্র এই; ইটের পাঁজায়

আগুন জ্বালায় রাত্রে দারুণ জ্বালায়

আর সব ধ্যান ধান নষ্ট হয়ে যায়। "

.

অসামান্য কিছু ভাবনা যখন শব্দের রঙে বাঁধ ভাঙে হৃদয়ের 

তখন মনে আসে সেই ভদ্রলোকের কবিতা,

চিত্তপ্রিয় ঘোষ ওরফে শঙ্খ ঘোষ আজ শব্দহীন হলেন 

প্রণাম জানায় সেই শব্দের ঈশ্বরকে,

শান্তি কামনায় আমি মানুষ এই সভ্যতায় 

এক বুক নিস্তব্ধতা নিয়ে  চুপ আজ ,শব্দহীন । 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...