Thursday, April 8, 2021

সবাই

 


সবাই 

... ঋষি

 

সবাই চলে গেছে

স 

বা 

ই ,

কিছু গন্ধ, গুঁড়ো হাসি,খসে পড়া চুল আর জীবাণু

শুধু দৃষ্টিতে লেগে আছে গত হওয়া দুশ্চিন্তা 

আর ভবিষ্যৎ। 


পিছনে ফেলে রেখে

খালি আচারের শিশি ,পরিত্যক্ত পোশাক ,পরিত্যক্ত মানুষ 

আধ খাওয়া আগুন 

চাহুনির সম্বলে কয়েকশো যোজন দূরে আকাশ নক্ষত্র 

হৃদয়ের ঘর 

হা ঈশ্বর। 

.

শেষ না হওয়া ঈশ্বরের শ্রুতি ছাড়িয়ে 

মানুষ আজ দাঁড়িয়ে মন্দির ,মসজিদ আর গির্জার বাইরে ,

ছেড়ে যাওয়া মানুষের লাইনে ,

খুচরো স্মৃতিগুলো কুড়িয়ে নিতে

ধুপ চন্দনের  গন্ধমাখা আদরের কিছু ভীতি পেরিয়ে যেতে 

সকলে সকলের জন্য।

সবাই চলে গেছে

স 

বা 

ই ,

কেউ ফিরে আসে নি ,আর ফিরবে না কেউ 

শুধু স্মৃতির দেওয়াল বেয়ে একটা অজগর আরো শক্ত ভাবে 

জড়িয়ে ধরছে মানুষকে 

সত্যি তো কেউ যেতে চায় না। 





No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...