Saturday, August 10, 2013

RISHI026@GMAIL.COM

#### " শেষের শুরু " ####
লেখক : ঋষি
************************************
এ যেন এক উপন্যাস
যার প্রথমেই কোনো শব স্পর্শ।
ঠিক কোনো অচেতন সংসর্গের
গোপন কথা।
অসময়ে ঝরে যাওয়া ফুলকে
কি বলবে ?
প্রতিদিন মোখিক উপেক্ষার
দধীচির হাড়ের আকাঙ্খাকে
কি বলবে ?
কোনো মিল নেই
কোনো প্রস্তুতি নেই ,
অকারণে অন্তরিত আল্পনার রঙের
রামধনুর স্পর্শ
কি বলবে ?
যদি বলো  নিয়তি
আমি বলবো মানি না।
যদি বলো জন্মান্তরের পাপ
আমি বলবো জানি না।
যদি বলো জীবনের বিলম্বিত উপহার
মেনে নেবো  ,
কিন্তু তবু বলবো
উপন্যাসের শুরুতে শব মানায় না।
ওটা অন্যরকম হলেও হতো  .............
****************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...