Monday, August 26, 2013

RISHI026@GMAIL.COM

##### "
                    লজ্জাহীন
 " #####
ঋষি
_________________________________
ছেঁড়া পাঞ্জাবীর পকেটে রাখা নেশাগুলো
আমার বেকার রৌদ্রে বাতাসে মেশে।
কর্মহীন সকালের আলো অন্ধকার হয়ে যায়
ছড়ানো অলংকারের অন্তিম প্রচেষ্টা
বেকার জীবনের সাদা পাতার আঁচর
সব মূল্যহীন লাগে।
হাত বাড়ানো বাস ভাড়া তোমার ঘাড়ে
কান্টিনের বিল তাও তোমার
তোমার মানিব্যাগ থেকে নেওয়া নেশার টাকা
আর কাহাতক ভালো লাগে।
কে বলেছে লাগে না
তোমায় তো লাগে।
বৃষ্টির বিকেলে গোপন গহীনের তোমার ঠোঁট
সকালের এক কাপ চায়ে তোমার দৃষ্টি,
বাজারে ব্যাগে অতিরিক্ত এক প্যাকেট সিগারেট।
তোমার অনুপস্থিতিতে
আর ক্যান্টিনের কোনে জড়ানো অন্য তুমি
বেশ ভালো লাগে।
ভালো লাগে বলেতো একলা জীবনের
এই বেকারত্ব ভালো লাগে।
_______________________________

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...