Monday, August 5, 2013

RISHI026@GMAIL.COM

### " তোমায় ছাড়া  " ####
লেখক : ঋষি
**********************************
এমনভাবে  কি করে বললে
তুমি আর ভালোবাসো না ?
ভালোবাসা কি খেলার পুতুল নাকি
যখন খুশি খেলা করা যায়
যখনতখন ছুঁড়ে ফেলা যায়।  
ভালোবাসা কি ফোলানো বেলুন নাকি
যখন খুশি  ফোলানো যায়
হাসতে হাসতে ফাটিয়ে দেওয়া যায়।
কোথায়  আমি তো পারি না
তোমার মতো।
আমার ছড়ানো জীবন পথে
তুমি আমার চলার স্পৃহা।
আমার জীবনের অন্তরিত স্বপ্নে
যে ইচ্ছাগুলো দানা বাঁধে
তার প্রথম স্পর্শ তুমি।
আমি তোমাকে জোর করছি না
জানি সে জোর আমার নেই।
আমি বাঁচতে পারবো  তোমায় ছাড়া
বৃষ্টি ছাড়া কি ফসল বাঁচে না।
জল ছাড়া কি
মরুভূমি বাঁচে না।
তবে তোমায় ছাড়া
আমি কেন বাঁচতে পারবো  না।
আমি বাঁচবো তোমায় ছাড়া  ..................
**********************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...