Sunday, August 18, 2013

RISHI026@GMAIL.COM

#### " কালো ছায়া " ####
লেখক : ঋষি
*******************************
প্রাণ ছিল তাই মায়া
এ চোখে নেই কোনো হায়া।

শতাব্দীর প্রভাতী ফেরির ফাঁকে
জমে একাধিক কালি,
এ জীবনে তার গভীর ছায়া।

সাজানো হৃদয়ে ,সারি বাঁধা মেঘ
প্রাণ ভরা শ্বাসে  বিষ
শুধু ছায়া ,নেই প্রাণ ,নেই কায়া।

সকালের মোরগের ডাক
আনমনা একফালি শান্ত রৌদ্র ,
এক পা ,দু পা করে আমার দোরে
আমি শান্ত শরীর ঘুমের ঘোরে।

ইঁদুর দৌড়ের ফাঁকে গর্ত খুঁজি
আরো কালি মাখি
মাঝে মাঝে খুঁড়ে ফেলি তাকে।

রক্ত ঝরে, বদ রক্ত  
হিংসা ঝরে স্বপ্ন সর্গ
আমি বাঁচি।

প্রাণ ছিল তাই মায়া
এ চোখে সাজানো কালো ছায়া।
**********************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...