Saturday, August 17, 2013

RISHI026@GMAIL.COM

#### " আগমনী " ####
লেখক : ঋষি
*********************************************
আবার আসবে তুমি
আরেকবার একগুচ্ছ কাশ ফুলের সাথে।
অলিগলিতে তোমার উপস্হিতি
একবছর পর
তুমি মা আসবে  আবার ঘরে।

প্যান্ডেলে প্যান্ডেলে  তোমার স্থাপনা
আলোয় রোশনায়
তোমার আরাধনা
তুমি দুষ্টদমনী , মায়াময়ী মা।
কিন্তু

কি বদল হলো এই এক বছরে  ?
কতটা শান্তি এলো এই এক বছরে ?
রাজনীতি রং বদলালো
বদলালো পদ্ধতি হত্যা লীলার।
বদলালো না নারী ভ্রুণ হত্যা
বাঁচানো  গেলো  কি নারীদের লজ্জা।
কি তুলে দিলাম নবজন্মের হাতে
মূল্য ও  জনসংখ্যা বৃদ্হির নতুন তালিকা।
কদর্য লোভের ও কদর্য মনুষত্বের নতুন নমুনা
আর কিছু না।

আবার একবছর পরে
 আসবে তুমি ঘরে।
কি নতুন নিয়ে আসবে মা ?
আমরা আছি অপেক্ষায়
সুদিন কবে আসবে মা ?
**************************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...