Saturday, August 17, 2013

RISHI026@GMAIL.COM

#### " আগমনী " ####
লেখক : ঋষি
*********************************************
আবার আসবে তুমি
আরেকবার একগুচ্ছ কাশ ফুলের সাথে।
অলিগলিতে তোমার উপস্হিতি
একবছর পর
তুমি মা আসবে  আবার ঘরে।

প্যান্ডেলে প্যান্ডেলে  তোমার স্থাপনা
আলোয় রোশনায়
তোমার আরাধনা
তুমি দুষ্টদমনী , মায়াময়ী মা।
কিন্তু

কি বদল হলো এই এক বছরে  ?
কতটা শান্তি এলো এই এক বছরে ?
রাজনীতি রং বদলালো
বদলালো পদ্ধতি হত্যা লীলার।
বদলালো না নারী ভ্রুণ হত্যা
বাঁচানো  গেলো  কি নারীদের লজ্জা।
কি তুলে দিলাম নবজন্মের হাতে
মূল্য ও  জনসংখ্যা বৃদ্হির নতুন তালিকা।
কদর্য লোভের ও কদর্য মনুষত্বের নতুন নমুনা
আর কিছু না।

আবার একবছর পরে
 আসবে তুমি ঘরে।
কি নতুন নিয়ে আসবে মা ?
আমরা আছি অপেক্ষায়
সুদিন কবে আসবে মা ?
**************************************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...