Saturday, August 31, 2013

RISHI026@GMAIL.COM

##### " আমি  রাজনীতি " #####
লেখক : ঋষি
*****************************************
যে রক্তের শিরায় শিরায় বিষ
যার দর্শনে  পোড়ে বিংশ শতাব্দীর পাপ।
সেই পাপের কড়াই নিজেকে নাড়িয়ে
মিষ্টির যে রসাল ভাষা
সে আমি
লাল ,নীল ,সবুজে মিলে আমি রাজনীতি।
কিছুতেই রং বদলাবো না
কয়েক লক্ষ মস্তিষ্কের জীবন্ত চিতায়
যে অসংখ্য সাধারণের স্ফুলিঙ্গ
সে আমি
একই আছি ,একই থাকবো
 রাজনীতি।
নর্দমার জলে পানীয়ের তৃপ্ত আহ্বান
মিড দে মিলে কাঙালের রাখা দারোয়ান
মায়ের বুকেতে শাসকের শোষণ
পথের উপর বিরোধীর পেষণ
সে আমি রাজনীতি।
যার আসল রং অর্থের
যার আসল প্রকাশ শেয়ার বাজারে
যার আসল ফল মুদ্রাস্ফীতি
যার প্রচেষ্টায় দুর্নীতি
সে আমি
নাম রাজনীতি।
********************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...