Sunday, August 18, 2013

RISHI026@GMAIL.COM

### " চিরন্তন  " ###
লেখক :ঋষি.
****************************
প্রেম সে তো মধুর আবেগে
এসেছিল একদিন।
জীবন পথে মন রথে
একবার চাই না ,
ভালো থাকা যায় না।
আরো চাই ,আরো চাই
শেষ কভু হয় না।

প্রেম সে তো ছুঁয়ে ছিল কতবার
শরীর থেকে হৃদয়ে
লেগে থাকা পোড়া দাগ।
আরো পোড়ে
পোড়ে সময় একলা সময়।
আরো পোড়ে
আমার অন্তরে।

প্রেম সে তো অলিক মায়া
তাকে ছেড়ে যাওয়া যায় না।
জীবন পথে প্রতি মোড়ে
প্রেম সে তো হাওয়ায় ঘোরে।
এই এলো ,এই গেলো
না প্রেম নয়
সে তো শুধু খেলা হলো।

প্রেম সে তো চির নতুন
কখনো তো পুরনো হয় না।
বদলায়  শুধু
গভীর থেকে আরো গভীরে ,
ঢুকে যায় পেরেক
হৃদয় গভীরে
তবু প্রেম ভুলে থাকা যায় না।
******************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...