Sunday, August 25, 2013

RISHI026@GMAIL.COM

##### " শান্তির খোঁজে " #####
লেখক : ঋষি
***********************************************
জানি না এ পথ কোথায়  গেছে
মানচিত্রের টুকরো টুকরো শিরা বেয়ে।
পাহাড় না কোনো মালভূমির হৃদয়ে
না কোনো মরুভূমি না সাগরের অন্তরে।
আমি জানি  শুধু
খালি পায়ে চলে যেতে হবে কোথাও
কোনো অচিন দেশে।
যেখানে তারাদের ভিড়
যেখানে আলো অন্ধকার মেশানো পথে
জোত্স্নার মতো শান্তি ঝরে।
যেখানে শব্দহীন জীবন
কোনো শীতল অচিন দেশে।

চশমার ভাঁজ করা কাঁচের ফাঁকে
পৃথিবীর রঙ্গরস আর সাজানো আলাপন।
দৈনন্দিন ওলটপালট জীবন অর্থহীন পুতুলখেলা
বিদ্রুপ আর হারানোর সাতকাহন।
সব রইবে পরে
আমি জানি  শুধু
আমায় চলে যেতে হবে কোনো রেললাইন ধরে।
শান্তির খোঁজে কোনো অজানা দেশে
যেখানে নেই কোনো শৃঙ্খলের ভারাক্রান্ত জীবন।
নেই কোনো পাপের স্পর্শ
শুধু শান্তির তুষার ছুঁয়ে যাবে
আমার হৃদয়  ....... আমার বিতৃষ্ণ অন্তরে।
************************************************

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...