Friday, August 16, 2013

RISHI026@GMAIL.COM

###### "  অস্তিত্ব " ######
লেখক : ঋষি
*************************************************
কিচিরমিচির আর কিচিরমিচির
এক বুক সময়ে দাঁড়িয়ে।
জয় গোস্বামী আউরাতে আউরাতে
কখন যে বাবুঘাট থেকে বেলেঘাটা ,
কখনো বাগবাজার থেকে পোস্ট অফিস পাড়া
ছড়ানো ছেটানো আমার অস্তিত্ব।
অনেকটা প্রফেসার শঙ্কুর
সেই যন্ত্রটা
ভ্যানিস অস্তিত্ব।

মোমবাতির গড়িয়ে পরা মোমের বিন্দু
কয়েকটা রক্তবিন্দু।
কোনো বাজারে নারীর স্থন বৃন্তের চুম্বন
ভালবাসা।
কিছু নকল মুখোসের পিছনের লোমশ হাত
হাত বাড়িয়ে ,টিপে ধরে
গলা থেকে নাড়ি টনটন ,
লক্ষ্য ভ্রষ্ট আদিম পথের নিখুত আলিঙ্গন
আমার অস্তিত্ব।

ভিজে পাঞ্জাবীর ঘামের গন্ধে
ছেঁড়া চটির ফোস্কার রচনা।
পকেটে রাখা কয়েক মুঠো স্বপ্ন
স্খলিত সময়ের শান্তি কামনা।
খসে যাওয়া লজ্জার
অনাবৃত আকাঙ্খার দর্পচূর্ণ।
ঠিক যেন
ভেজা কাকের মতো গর্বিত
নড়বড়ে অস্তিত্ব।
***************************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...