Wednesday, August 14, 2013

RISHI026@GMAIL.COM

##### " দুরত্ব " ####
লেখক : ঋষি
*******************************************
সেই জায়গাটা রয়ে গেছে
রূপকথার পরে অন্য কোথাও।
যেখানে তোমার শান্তি
যেখানে তুমি মাথা দিয়ে শোও।

সেই অনুভূতিটা রয়ে গেছে
যেখানে তোমার শরীরের তপ্ত আলিঙ্গন।
সেই লোম খাড়া  হওয়া  অন্ধকার স্পর্শ
যেখানে তুমি একান্ত আমার।

সেই সময়টা রয়ে গেছে
যেখানে শান্তি নদীর ধরে আমি তুমি।
পাশাপাশি রাখা হৃদয় সেতু
আর চোখে স্বপ্নের বেশি কিছু।

সেই শরীরটা রয়ে গেছে
যার ভেতরে হৃদয়ের গহীনে তুমি।
যেটা ছিল তোমার পাশে
যেটা এখনো তোমার সাথে আছে ।

শুধু হৃদয় সেতুটা ভেঙ্গে গেছে
বদলে গেছে হৃদয়ের টান
এখন  এপারে আমি ওপারে তুমি।
 জীবন আর সময়ের সাথে।
********************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...