Sunday, August 11, 2013

RISHI026@GMAIL.COM

### " বোধহীন " ###
লেখক : ঋষি
************************************
থাক  না পরে সময় সময়ের মতো
যাক না ডুবে সূর্য নিজের মতো।
মাথার উপর চাঁদ তো থাকবে। .......
নেহাত অন্ধকার যদি লাগে
সঙ্গে একটা মোমবাতি তো থাকবে।

আমি সময়ের সাথে
পিঠ লেগে যাওয়া পেন্ডুলাম।
যে দোলে আর দোলে
সময়ের সাথে সবকিছু ভোলে।

দেওয়ালে লেগে থাকা টিকটিকির
মতো তুমি চলো ফেরো বন্য হৃদয়ে।
কখনো মাতাল কারো
কখনো শব্দহীন তুমি,
আমাকে ভিখারী করো
 তোমার  খোঁজে .....

আমি আছি আমার মতো
ঘুমের ঘোরে সজাগ আঙ্গিনায়।
থাক না তোমার গন্ধ লেগে মনে
তাতে কি
জীবনের পথে বাধা তো থাকবে।
************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...