Sunday, August 11, 2013

RISHI026@GMAIL.COM

### " বোধহীন " ###
লেখক : ঋষি
************************************
থাক  না পরে সময় সময়ের মতো
যাক না ডুবে সূর্য নিজের মতো।
মাথার উপর চাঁদ তো থাকবে। .......
নেহাত অন্ধকার যদি লাগে
সঙ্গে একটা মোমবাতি তো থাকবে।

আমি সময়ের সাথে
পিঠ লেগে যাওয়া পেন্ডুলাম।
যে দোলে আর দোলে
সময়ের সাথে সবকিছু ভোলে।

দেওয়ালে লেগে থাকা টিকটিকির
মতো তুমি চলো ফেরো বন্য হৃদয়ে।
কখনো মাতাল কারো
কখনো শব্দহীন তুমি,
আমাকে ভিখারী করো
 তোমার  খোঁজে .....

আমি আছি আমার মতো
ঘুমের ঘোরে সজাগ আঙ্গিনায়।
থাক না তোমার গন্ধ লেগে মনে
তাতে কি
জীবনের পথে বাধা তো থাকবে।
************************************

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...