Friday, August 30, 2013

RISHI026@GMAIL.COM

#### "  বাঁধন  " ####
লেখক : ঋষি
*********************************************
অতি সাধারণ কথা অসাধারণ ভাষা
কোথায় রাখবো ধরে....
জীবন যে ছন্দে বাঁধা আছে
তাকে কিভাবে ভাঙবো ...........
বলা তো যায় না
আমি এক যাযাবর।,
হওয়াও সহজ নয় বিন্দাস বাউলে
সব শৃঙ্খল ছেড়ে যাওয়া যায় না।
যেই না তল্পিতল্পা নিয়ে দু-পা বাড়ায়
পরক্ষণে দশপা পিছনে টানি।
অনেকটা খোলা রণক্ষেত্রে ভীষ্মের মৃত্যু মতো
যেটা হওয়ার সেটা হবেই
একথা আবার আমি মানতে পারি না।
কিন্তু বাউলে মন
ঘর ছেড়ে উড়ে পালাতে পারি না  .
কি করি ,
সাধারণ আমি
কিছুতেই মায়ার বাঁধন  কাটতে পারি না।
*********************************************

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...