####" তুমি আসবে তাই " ####
লেখক : ঋষি
******************************
চোখ চলে যায় দরজার দিকে
একটা পদ ধ্বনির অপেক্ষায়।
যাই করি না কেন
হাজার ডেসিবেলের পৃথিবীর থেকে
হৃদয় চাই বহু আকাঙ্খিত পদশব্দ।
তুমি আসবে বলে তাই
আমি অপেক্ষায়।
সময় গুনি এ কাল
থেকে সেকাল, বোধায় আগামীকাল।
আজ নয়, কাল নয়
কোনদিন,
যে কোনো মুহুর্তে ,
তুমি ঠিক আসবেই তাই
দরজার দিকে চোখ চলে যায়।
শুধু তোমার অপেক্ষায়
তোমাকে এঁকেছি আমি বহুবার বহুরূপে।
হিচকক ,ভেনগগের ক্যানভাস ছিঁড়ে
তুমি অনুপমা ,তুমি নিরুপমা ,তুমি মেডোনা।
যেই হও না কেন
আমি অপেক্ষায় ,
তুমি আসবে তাই
দরজার দিকে চোখ চলে যায়।
********************************
লেখক : ঋষি
******************************
চোখ চলে যায় দরজার দিকে
একটা পদ ধ্বনির অপেক্ষায়।
যাই করি না কেন
হাজার ডেসিবেলের পৃথিবীর থেকে
হৃদয় চাই বহু আকাঙ্খিত পদশব্দ।
তুমি আসবে বলে তাই
আমি অপেক্ষায়।
সময় গুনি এ কাল
থেকে সেকাল, বোধায় আগামীকাল।
আজ নয়, কাল নয়
কোনদিন,
যে কোনো মুহুর্তে ,
তুমি ঠিক আসবেই তাই
দরজার দিকে চোখ চলে যায়।
শুধু তোমার অপেক্ষায়
তোমাকে এঁকেছি আমি বহুবার বহুরূপে।
হিচকক ,ভেনগগের ক্যানভাস ছিঁড়ে
তুমি অনুপমা ,তুমি নিরুপমা ,তুমি মেডোনা।
যেই হও না কেন
আমি অপেক্ষায় ,
তুমি আসবে তাই
দরজার দিকে চোখ চলে যায়।
******************************
No comments:
Post a Comment