Sunday, August 25, 2013

RISHI026@GMAIL.COM

##### " অভ্যাস " #####
লেখক : ঋষি.
**************************************************
অভ্যেস ছিল একটা
তোমার মুখ দেখে ঘুম থেকে ওঠার।
কিন্তু আজ নেই
কারণ আর কোনো তাড়া নেই তার।
শুন্য খাঁচার পাখিটার আর ঘরে ফেরার তাড়া নেই
আমার ও নেই তাই।
ব্রেকফাস্টের টেবিলে শুকনো ফুলদানি
শুকনো ফুলের গর্বিত সুবাস
আমার আর তেতো লাগে না।
আয়নায় ঝোলানো আমার মুখ
আলমারিতে রাখা সাজানো কাপড়ের ভাঁজে
কিছু লোকানো তর্ক বিতর্ক
আর আমায় অসময়ে তাড়া করে না।
তোমার চোখে আমি আর অভ্যেস দেখি না
ভালো থাকার।
তাইতো আর অভ্যেসটা নেই
তোমার মুখ দেখে ঘুম থেকে ওঠার।
*************************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...