Saturday, August 24, 2013

RISHI026@GMAIL.COM

#### " অস্থির সময় " ####
লেখক : ঋষি
***********************************************
চেনা মুখগুলো আজকাল অচেনা লাগে
সে কোনো বাস স্টান্ডে দাঁড়ায় অপেক্ষায় ,
কিংবা কোনো অস্থির সময়ের দরজায়।

প্রতিবাদী মিছিলের শেষ সারিতে দাঁড়িয়ে
আজকাল প্রায় লাফালাফি করি ,
বারংবার স্পন্দিত হৃদপিন্ডের শব্দগুলো
উড়ে ফড়িং ধরতে যায়
ঠিক ছোটবেলার সেই রঙিন দিনের খাতায়।

চেনা সময় অচেনা লাগে
অস্থির সাজানো লাবন্যের আগুনে
নিজেকে পুড়িয়ে নিজের শ্রাদ্ধ করি।

শেষ মোমবাতির রেশটুকুতে  অন্ধকার মোছে না
মোছে না ছাড়ানো ছেটানো  চেতনায় ,
একটা শক্ত স্তম্ভ দরকার
দরকার কোনো দম্ভহীন ,রংহীন আলো
ঠিক ছোটবেলার স্বপ্নের রাজপুত্রের মতো।

চেনা আমাকে আজকাল ভারি অচেনা লাগে
সে আমি যতোই সেজে থাকি না কেন
কিংবা সাজানো অস্তিত্বের দরজায়।
***************************************************




No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...