Friday, August 9, 2013

RISHI026@GMAIL.COM


### " পুরনো বৃষ্টি " ###
লেখক : ঋষি
*********************************************
বৃষ্টির বাতাসে আজ মিষ্টি হাসি
তোমায় ছুঁয়ে নামলো তোমার চিবুক বেয়ে।
তোমার সবুজ বুকে
এ যেন কোনো ঐশ্বরিক স্পর্শ
ছুঁয়ে গেল তোমার ঠোঁটে।
এ যেন কোনো বেপরোয়া সাহস বৃষ্টির
তোমাকে ভেজালো নতুন করে।
তোমার ভিজে চুল বেয়ে
নেমে এলো এক মুঠো বৃষ্টি
টুপ করে ঝরে পরলো আমার মুখে।
আমাকে স্পর্শ করলে তুমি
তোমার স্পর্শে আনন্দ ঝড় উঠলো
আমাকে ভাসালে তুমি নতুন করে।
এই বৃষ্টি রাতে
আমি তুমি পাশাপাশি,
আর এক পশলা  বৃষ্টি
আমাদের বুকে।
আমাদের স্পর্শ করলো
একসাথে ,একভাবে , একরাতে।
আমাদের মনে আজ শুধু  বৃষ্টি
আর বৃষ্টির প্রেম স্পর্শ।
আবেগ ঘন মুহুর্তের আমাদের কাছের
পুরনো বৃষ্টি আজ আমাদের সাথে।
*********************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...