Friday, August 2, 2013

RISHI026@GMAIL.COM

####" অস্তিত্ব সংকট " ####
লেখক : ঋষি
*****************************
কয়েক প্রহরের অন্তরে ঘেরা জীবন
বারান্দার গা ঘেষে ইউকালিপটোটার
শীর্ষ বিন্দুতে
অস্তিত্বের টানাপোড়েন।
ক্ষয়ে যাওয়া ক্ষয়িষ্ণু সময়ের পিঞ্জরে
ঝরা পাতার ভিড়ে
অর্ধশতাব্দীর ভালো থাকার খিদে।
স্বপ্নের গ্রহতে সবুজের কালিমায় রক্তে র  ডাক
এ আশ্চর্য সময়ের আলিঙ্গন
এ  হলো লোভের খিদে।
গায়ের ঘামে মেশা মানুষের গন্ধে
নগ্ন সভ্যতার ভিটে মাটিতে
হিংস্রতার ডাক
অস্তিত্বের টানাপোড়েন।
সভ্যতার চোখে আজ চকচকে
চিল , শকুনের রক্তাক্ত খুনে দৃষ্টিতে
লোভের কালো অন্ধকার
আর মনুষত্বের অস্তিত্ব সংকট।
প্রহর চলে যায়
আলো অন্ধকারে মেশে
আকাশ সমুদ্রের জলে
সূর্যের ভরাডুবির খবর রাখে না কেউ
শুধু মনুষত্বের অস্তিত্ব সংকট।
********************************

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...