Wednesday, August 28, 2013

RISHI026@GMAIL.COM

#### " অমৃতবাণী " ####
লেখক : ঋষি
********************************************
সবাই তো ভালোবাসতে  চাই
গলা জড়িয়ে ,ঠোঁটে ঠোঁট রেখে ,
পাশপাশি থেকে।
কজন দূর থেকে ভালোবাসতে পারে
যেমন বাসে  সমুদ্র সূর্যকে ,
যেমন বাসে ঈশ্বর মানুষকে  .
কজন পারে ভালোবাসার কফিনটাকে বয়তে
কজন পারে ক্ষতবিক্ষত হয়ে হাসতে ,
যেমন পেরেছিলেন যীশু কাঁটার মুকুটে।

সবাই তো হাসতে চাই
প্রানখুলে এক শিশুর হাসি ,
ঠোঁটের কোণে লেগে থাকা রক্তের স্বাদ
কজন গিলে নিতে পারে।
যেমন গেলে রাহু চন্দ্রকে
যেমন গেলে ভালোবাসা জীবনকে ,
কজন পারে প্রানখুলে হাসতে দুঃখের মাঝে।
কজন পারে জীবনকে ভালোবাসতে
যেমন বেসেছিলেন মাদার টেরিসা বিশ্ব মাঝে।
***********************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...