Monday, August 19, 2013

RISHI026@GMAIL.COM

### " মন আমার " ####
লেখক : ঋষি
********************************************
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে
বারবার আমি তোমার দিকে পা বাড়াই।
যতই না অন্যদিকে যেতে চাই
তবু বারবার তোমার কাছেই যাই।
রাস্তায় সাজানো রঙিন জীবন
রঙিন আলো স্তম্ভ।
শুকনো মাটি ,দুধে ভাতে আমি
তোমার দিকে চলে যাই ।

মাঝে মাঝে পথের ধারে
তোমাকেই পেয়ে যাই।
আমার ঘর, তোমার ঘর
মাঝখানের সমুদ্র পেরিয়ে ,
তোমার চোখে নৌকা বায়।
তবু সময়ের পালে হৃদয় নৌকা
দিনের শেষে
তোমার দিকে চলে যায়।

নৌকা চলে জীবন জলে
জীবনে চলে নৌকা  চলে।
যতই ডুব সাঁতার লাগাই
তবু সেই দিনের শেষে
তোমার  কাছে চলে যাই ।
মন আমার তোমায় শুধু চায়
তাইতো এ জীবন পথে
তোমার দিকে চলে যায়।
********************************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...