Saturday, August 24, 2013

RISHI026@GMAIL.COM

#### " ম্যাজিক স্পর্শ " ####
লেখক : ঋষি
**************************************
মাটির উপরে বিছানো সূর্যের আলোয়
মাখা মাখি করে তপ্ত বিছানায় প্রেম।
যে প্রেমের জন্ম নেই ,নেই মৃত্যু
ম্যাজিক হয়ে নেমে আসে হৃদয়ে
আবার অদৃশ্য হয় ম্যাজিক যেন।
প্রেমের জন্ম নেই ,নেই মৃত্যু  .......

থেকে যায় শেষ সূর্যের ছায়াটুকু
থেকে যায় চলে যাওয়ার স্মৃতিটুকু।
কিন্তু প্রেম বেঁচে থাকে মনে
প্রেম বেঁচে থাকে কষ্টের ছায়াতে।
কারণ ......সূর্যের  মতো স্থির সে
প্রেমের নেই জন্ম নেই মৃত্যু  ............

প্রেম হাসায় ,প্রেম কাঁদায়
কিন্তু বেঁচে থাকে  ..... হৃদয় মাঝে
এ এক অদ্ভুত ম্যাজিক।
প্রেম আলোআঁধারির এক ম্যাজিক স্পর্শ
যে ছুঁয়ে থাকে সকলকে
কিন্তু প্রেমের নেই জন্ম নেই মৃত্যু  ............
***************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...