Friday, August 23, 2013

RISHI026@GMAIL.COM

##### " অন্য কেউ " #####
লেখক : ঋষি
***************************************************
আমাকে চিনতে হলে
চলে যেতে হবে প্রাগৈতিহাসিক যুগে।
অথবা অন্তরের মাটি খুঁড়ে
চিনতে হবে ডাইনসরীয় জীবাশ্মগুলো।
কিংবা চলে যেতে পারিস আদম ইভের সময়ে
নগ্ন করে দেখতে পারিস নিজেকে
দেখবি আমায় চিনেছিস।

আমাকে চিনতে হলে
জানতে হবে মৃত অনুপরমাণু রহর্ষ।
ঘাটতে হবে হাজারো শবের হৃদয়                    
কোনো অন্তরিত বেদনায়।
নিজের অস্তিত্ব আগুনে পুড়িয়ে
খুঁজতে হবে বিষাক্ত বিষ গুলো মানুষের শরীরে
দেখবি আমায় চিনেছিস।

হাজার বছর পর গোলকের শেষ অক্ষরেখায়
যখন ছুঁয়ে যাবে উত্তপ্ত অন্ধকার।
সেই অন্ধকারে আমায় খুঁজিস
দেখবি পেয়ে যাবি ঠিক
একটা মৃত হৃদয়।
একটা অতৃপ্তির হৃদয়
একটুকরো আমার অস্তিত্ব।
**************************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...