Friday, August 30, 2013

RISHI026@GMAIL.COM

###### " আকাশ ছোঁয়া "######
লেখক : ঋষি
***********************************
একপায়ে লাফিয়ে আকাশ ধরতে গেলাম
পারলাম না।
দুপায়ে ও আকাশ ছোঁয়া গেল না
সিঁড়ি বেয়ে ছাদে গেলাম।
আকাশের দিকে তাকালাম
না বড্ড ছোটো লাগলো,
কিছুতেই সেই নীল আকাশটা ছুঁতে পারলাম না।

যদি মেঘের মাদুরে ভাসা যেত
যদি মাধ্যাকর্ষণ ছেড়ে থাকা যেত
তবে কি আকাশ কে ছোঁয়া  যেত ?
যদি বৃষ্টি বেয়ে আকাশে চড়া যেত
যদি ওপর থেকে নিচের দিকে পরা যেত
তবে কি আকাশ স্পর্শ করা যেত ?
আমার প্রতি লোমকূপে আকাশ ছোঁয়ার স্বপ্ন
বারোয়ারী মনুষত্বের পাগলাটে প্রলাপ।
মিথ্যা হলেও ,,,,মন মানে না
বারে বারে খালি আকাশ ছুঁতে চায়।
**************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...