Monday, August 12, 2013

RISHI026@GMAIL.COM

### " আগামী " ###
লেখক : ঋষি
****************************************
এ  কি আজব নিয়ন্ত্রণ
সুইচ টিপে নাকি স্বপ্ন দেখবে,
আগামী দিনের দুর্ঘটনা মেটাবে।
তাও কি হয় ?
হৃদয় ছাড়া মানুষ থাকবে
দেশটা নাকি ডিজিটাল হবে।
কি কি মুছবে তার জন্য ?
কি রাখবে মাটির উপর ?
সবুজ থাকবে তো।
না কি শুধু আকাশ ছোঁয়া বাড়ি
না কি শুধু আকাশ ছোঁয়ার স্বপ্ন
হৃদয় থাকবে তো ?
শরীরে রক্ত রাখবে তো
নাকি সেটাও টেনে নেবে যান্ত্রিক স্পর্শে।
সবটাই তো যান্ত্রিক
যান্ত্রিক আমি ,যান্ত্রিক তুমি।
সময় কোথায়  অনুভূতির
সময় কোথায় ভালোথাকার।
ভালো সেজে থাকা
আর ভালো থাকা এক নয়।
এ গোলকে তখন মানুষ থাকবে তো........
*******************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...