Saturday, August 31, 2013

RISHI026@GMAIL.COM

####### " আজন্মের খিদে " #######
লেখক : ঋষি
****************************************
পারি না করতে আমি প্রেমের কাব্য  .............
ছেঁড়া কাঁথায় শুয়ে ,চিতার আগুনে পুড়ে
আকাশের তারা গুনে
খালি পেটে আমি থাকতে পারি না।
যখন  শরীরে শীতল হাওয়া লাগে
তখন আমার খিদে পায় ।
যখন সকালের শিশিরে রৌদ্র লাগে
তখন আমার খিদে পায় ।
 যখন বটের কোটরে আগুনে দৃষ্টি
কোনো এক  তক্ষকের হিংস্র স্পর্শ।
তখন আমার পেট পোড়ে
আমার খিদে পায় ।
জীবনের প্রতি রক্ত কণায় যে শক্তি
সেই শক্তির প্রতি ইউনিটে এক আতঙ্ক
বেঁচে থাকার খিদে।
এ খিদে সার্থপরতার
এ হলো আজন্ম রক্তের খিদে।
এ খিদে মেটানো যাবে না
এ খিদে যুগের হাওয়ার।
*****************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...