Wednesday, November 12, 2014

rishi026@gmail.com

তুমি কি বলো
.... ঋষি

যারা কবিতাকে ধর্ম বলে
আমি তাদের ধার্মিক বলি।

যারা প্রেমকে ধর্ম বলে
আমি তাদের প্রেমিক বলি।

যার সময়কে ধর্ম বলে
আমি তাদের ইশ্বর বলি।

যারা হৃদয়কে ধর্ম বলে
আমি তাদের পাগল বলি।

যারা শরীরকে ধর্ম বলে
আমি তাদের পশু বলি।

যারা জীবনকে ধর্ম বলে
আমি তাদের জীবিত বলি।

যারা অর্থকে ধর্ম বলে
আমি তাদের লোভি বলি।

যারা মৃত্যুকে ধর্ম বলে
আমি তাদের স্বপ্নিল বলি।

যারা স্বপ্নকে ধর্ম বলে
আমি তাদের কাল্পনিক বলি।

যারা বাস্তবকে ধর্ম বলে
আমি তাদের মানুষ বলি। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...