Friday, November 28, 2014

RISHI026@GMAIL.COM

ভালোবাসার মানে 
.................. ঋষি

যে বলেছিল ভালোবাসি 
যে বলেছিল সাথে আছি। 
এই থাকাটুকু কি কাঁচের মত ঠুনকো
এই ভালোবাসা কি মৃত্যুর মত আদরীয়।
.
ইচ্ছে মত সম্পর্ক্যের বাঁধনে রক্তের ছোপ
ইচ্ছে মত জীবনের স্বপ্নে মৃত্যুর স্লোক।
সবটাই কি এত সহজ
সবটাই শুধু সাজানো।
যেমন সাজানো সভ্যতার মাঝে সম্পর্কের মানে
যেমন সাজানো জীবনের মাঝে হারানোর মানে।
ভেঙ্গে যায় ,কাঁচ ভেঙ্গে যায়
টুকরো টুকরো জীবন হারায় সময়ের জানলায়।
আসলে কি ভালোবাসার মানে হারিয়ে যাওয়া
সত্যি কি ভালোবাসার মানে শুধু অভিধানিক।
.
প্রশ্নগুলো চিন্হ হয়ে থাকুক প্রেমের
অদৃশ্য আশার আকাশে উঁকি মেরে আমি চাঁদ খুঁজি
প্রশ্নগুলো বিরক্ত হয়ে থাকুক এই জীবনে
আর আমি আকাশের চাঁদে খুঁজি তার মুখ

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...