Sunday, November 2, 2014

RISHIO26@GMAIL.COM

মশারির ভিতরে
............ ঋষি

জীবন নিয়ে ছেলেখেলা
মশারির বাইরে শুয়ে মশাদের কারসাজি।
জীবিত ডোমেদের চিতার খাটে এক ক্ষেত যন্ত্রণা
আমার তোমার একসাথে।
অবিচল কেটে যাওয়া তোমার বুকে সময়ে ছেঁকা
আমারটা উহ্য থাক
সময়ের ওপারে।

ঘুম নেই
চোখের ঘুমে আটকে বিচ্ছিরি ওয়ালপেপার।
জীবন নেই
জীবনের দেরাজের রাখা অগুনতি জারিজুরি।
হাসছি তবু
জীবনের মাঝে বাঁচার দিনগুনি।
হিসেবের ক্যালেন্ডারে অসংখ্য ভূমিকায়
 ব্যস্ততা চুপিচুপি বলে যায়
আমার যে মরারও সময় নেই।

হাসি পায় ভীষণ হাসি পায়
টিভি পর্দায় নগ্ন স্যানিলিওনা  বিবসনা হয়,
আমি হয় বিবস্ত্র সময়ের ভাঁজে।
এ পারে শরীর শুয়ে থাকে ওপারে আমি
একি খাটে ,এক সময়।
ঢং ,ঢং,ঢং রাত বারোটা বাজে
এবার ঘুমোবো আমি মশারির ভিতরে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...