Sunday, November 30, 2014

RISHI026@GMAIL.COM

বুলেটের বুলেটিন
......... ঋষি

বুকের পাঁজর ফুটো করে ঢুকে গেলো বুলেটটা
লুটিয়ে পরলো নিস্তব্ধ শরীরটা মাটির উপর।
সাদা পাতায় বড় বড় করে লিখলাম মন
তোমার নাম।
তারপর আবার আরেকটা বুলেট ঢুকে গেলো
মস্তিষ্কের ভিতর।
লুটিয়ে পড়লো অস্তিত্ব অন্ধকার মনে।

সারা শরীর জুড়ে শিহরণ ,খুব সাধারণ শরীর
নিস্তব্ধ খুব সাধারণ শাক ভাতে শরীর।
রোজকার মাড়িয়ে যাওয়া মানুষের মতো
ঈশ্বর তুমিও ছিলে সেখানে।
একটা অপমৃত্যুর ঠিকানায়  নিস্তব্ধ গভীর মনে
হৃদয় ফুটো বুলেটে ,বুলেটপ্রুফ শরীর সাধারণ।
রোজকার মৃত্যুর গল্পের শিরনাম
নিজের মনের মৃত্যু।

শুনতে পেলে না তুমি বুকফাটা আর্তনাদ
দেখতে পেলে না তুমি রক্তাক্ত ক্ষুদ্র হৃদয়টাকে।
শুধু সাদা পাতায় লাল রক্তে লেখা তোমার নাম
আমার মন সদ্য ফোটা গোলাপ।
আর গোলাপের কাঁটার মতে বিঁধে তুমি
তোমার স্পর্শে মন।
আরেকবার অবচেতনে সোজা বুলেট তুমি মন। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...