Sunday, November 2, 2014

RISHI026@GMAIL.COM

জ্যান্ত পরিহাস
............. ঋষি

সভ্যতার আগুনে হাতে জ্যান্ত পরিহাস
জীবন তুমি আজও  বেঁচে আছো।

ব্যস্ত জীবনে জড়ানো লাম্পট্টের সাথে
কয়েকশো শ্রমিকের অজস্র খনন হৃদয় অভিঘাতে।
আজ কাল পরশুর মত কিছু ছুঁয়ে থাকে
হয়তবা চুঁয়ে নাম জীবন যন্ত্রণার।
সেই আদুল হাওয়ায় দেখা প্রেমিকার ঠোঁট
জ্বলন্ত নিশ্বাসে পারদ লাল আকাশের গায়ে অজস্র স্পন্দনের।
কয়েকমুহুর্তের পরিহাস
বেঁচে থাকা ,ভালো থাকা হৃদয়ের সাথে।

হাসছি আমি এক মুহুর্তের নেমে আসা নোনা জল
স্পর্শ আমার কবিতার।
জীবিত জীবনের বাইরে সস্তা নেশার পেগে
দুচোখে দেখা অজস্র কান্নার অনুরণন
তোকে ঘিরে
আমার সাথে চিরদিনের তুই
আমার কবিতায়।

সভ্যতার স্পর্শে রঙিন জীবনের আলিঙ্গন
প্রেম তোর সাথে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...