Tuesday, November 4, 2014

rishi026@gmail.com

কাল্পনিক নয়
.............. ঋষি

সকালের লাল চাদরে নিশ্বাসে জড়িয়ে যায়
আসলে সব চরিত্র কাল্পনিক নয়।
এমনও হয় ,এমনও হয়
বিছানার চাদর বদলে যায়
যেমন বদলায় প্রেম দিনে রাতে।

কালো গভীর চোখে ভাঁজে
সলজ্জ প্রেম দীর্ঘ লালিত  কামনায়।
কয়েক মুহুর্ত্য শোরগোল শরীরের
কয়ে মুহুর্তের আলোড়ন শরীরের।
থেমে যায় ,মুছে যায়
আসলে প্রেম ছুটে পালায় জানলার বাইরে।
অন্য শরীরে
আবার নতুন করে ভন্ডামির নামে।

কিছুই স্থিতিশীল নয় আজকের কামনায়
মানুষ থেকে ঈশ্বর,ঈশ্বর  থেকে শরীর।
শরীরের দরজায় অসংখ্য আলোড়ন
আলাপরত আকর্ষণ নাম প্রেম।
আজকের আলাপচরিতায়
কথা ফুরিয়ে যায় ,প্রেমের মতো।
শরীরের রসনায়
প্রেম শুধু কামনায় শরীরের বাসনায়।

সকালে বিছানার চাদরে পেমের রক্তাক্ত শব
আজকাল বয়ে চলে না কেউ।
শুধু ওয়ান ডে ওয়ান নাইট স্ট্যান্ড
পাঁচ দিনের ক্রিকেট দেখে না কেউ
যেমন খোঁজে না প্রেমের মানে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...