Tuesday, November 11, 2014

RISHI026@GMAIL.COM

আবারও হারায়
............... ঋষি

যে পথে যাব না ভেবে পা বাড়াই
আসলে সেই পথেই চলে যায়।
চলে যায় তোর সাথে মৃত্যুর ওপারে
কেন জানি নিজেকে খুঁজে পায়।

নিজে অন্তারলে তোর ঠোঁটের হাসি
গড়িয়ে পড়া অভিমানে স্নেহ।
আমি হেরে যায় বারংবার ,বারবার
তোকেও হারাই নিজের মাঝে।
আরো গভীরে যেখানে চলা শুরু
সে এক অচিন দেশ।
চলার নেই শেষ
তোকে পেয়ে ভালো থাকার।

যে পথে যাব না ভেবে নিজেকে বদলায়
নিজের অজান্তে কখন যেন তোকে পেয়ে যায়।
পা বাড়ায় তোর দিকে
আবারও হারাই।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...