Tuesday, November 18, 2014

RISHI026@GMAIL.COM

লং লিভ শেরপা
...........ঋষি

চারিদিকে সাদা ধপধপে
সে  এগিয়ে যাচ্ছে গন্তব্য ছেড়ে আরো আগে।
সে এগিয়ে যাচ্ছে দৈনন্দিন ছেড়ে জীবনের দিকে
ভীষণ একা এক মুহুর্তের কবিতায়
সে নিজেকে জড়িয়ে দিচ্ছে প্রকৃতির প্রেমে।

হাসছে বাতাস আজ ,হাসছে তার খোলা জানলার কার্নিস
কিছুটা সময় স্তব্ধতা জুড়ে  স্নায়ুতন্ত্রে শীতল শিহরণ।
তার হৃদয় জুড়ে কয়েকশো পৃথিবীর প্রতিফলন
খুলে যাচ্ছে সকল জানলার পাঁজর।
কয়েকশো ডেসিবেলের পৃথিবী থেকে
উড়ে যাচ্ছে তার একলা  বুকের উপর থেকে পাহাড়ে স্তব্ধতা।
কোনো প্রত্যয়ী শেরপার মত তার দৃপ্ত পদচরন
বরফ কেটে হাতুড়ির মত আমার অনুভবে।
আমি আলোড়িত কোনো মেঘলা বেলা
অপেক্ষা শুভ্র বেলার
লং লিভ শেরপা তোমার আগমনী ধ্বনি।

চারিদিকে সাদা ধপধপে
দূরে কোথাও বলয়ের গায়ে লাল ,নীল অপেক্ষা জীবন।
সে এগিয়ে আসছে সময় পেরিয়ে কিছু মুহুর্তের দিকে
সে পেরিয়ে আসছে অন্ধকার ছেড়ে শুভ্র স্বপ্ন নিয়ে।
ভীষণ একা মুহুর্তের আমার কবিতায়
মনের ইচ্ছার জানান দিচ্ছে  প্রকৃতির বেঁচে থাকা। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...