Sunday, November 9, 2014

RISHI026@GMAIL.COM

আবারও একটা মৃত্যু দিন
.............ঋষি

নিজেকে বোঝাতে বোঝাতে ক্লান্ত কেউ
তোর হৃদয়ের বারান্দায় পা দোলায়।
যখনি তোকে ছুঁতে চায়
তাই ,,,,এই শব্দটা  উপেক্ষার অবহেলায়
চিরে ফেলে নিজের  হৃদয়।

তাই ,তাই ,তাই
সময়ের ওপারে যায়।
যেখানে শুরু ,যেখানে শেষ
হোক না সে মৃত্যুর দেশ
আসলে মৃত্যু যে জীবনের ভূমিকায়।

বাড়তে থাকে বুকের পারদে আশা
মিথ্যে নয় এই ভালোবাসা।
জীবন ,যৌনতা মোড়া অসংখ্য শেওলার দেওয়াল
ঘষতে থাকে আমার মতো কেউ
জীবন্ত দত্তক আহ্বানে।

সময় যেখানে কাটানোর অছিলায়
বাড়তে থাকা বয়সে চামড়ার বেরঙিন কাগজ।
বাস্তবে যেটা দেখা যায়
যত টুকু বেঁচে থাকা যায়
দৈনন্দিন তাকে ছোঁয়া যায় না।

নিজেকে বোঝাতে বোঝাতে ক্লান্ত কেউ
উঠে দাঁড়ায় তোর হৃদয়ের বারান্দার রেলিঙে।
ভাসতে থাকে পাখির পালকের মত
নামতে থাকে অনেক নিচে
আবারও একটা মৃত্যু দিন।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...